প্রকাশিত: Sat, Aug 5, 2023 11:08 PM
আপডেট: Fri, May 9, 2025 11:34 PM

[১]এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না: আ স ম আব্দুর রব

রিয়াদ হাসান: [২] জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি এমন মন্তব্য করে বলেন, সরকারি খরচে আওয়ামী লীগ সমাবেশে ভোট চাইছে। আগে পদত্যাগ করেন, তারপর ভোট চান।

[৩] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসূফ সেলিমসহ গ্রেপ্তারকৃত সব রাজবন্দীদের মুক্তির দাবিতে এই সমাবেশ আয়োজিত হয়।

[৪] আ স ম আব্দুর রব বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে, তাতে জাতিসংঘে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে। পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তিরক্ষা মিশনে গেলে বাড়তি আয়ে তাঁর বাড়িতে বিল্ডিং হয়। এগুলো সব বন্ধ হয়ে যাবে।

[৫] তিনি বলেন, বাংলাদেশকে এখন মিয়ানমার, কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের, সরকারের কর্মকর্তাদের ছেলে-মেয়রা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না। সব বন্ধ হয়ে যাবে।

[৬] জেএসডির সভাপতি বলেন, আপনারা জ্বালাও-পোড়াওয়ের কথা বলেন, দেশের অর্থনীতির কথা বলেন, সেই আপনারাই বছরের ৩৬৫ দিনের ১৭৩ দিন হরতাল করেছেন। হোটেল শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে কে? লগি-বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে কে? গত ৫০ বছরে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন ব্যবস্থা এই দেশে করা গেল না কেন?

[৭] সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ এখন টাকার বাক্স গোছাতে ব্যস্ত। ১৫ বছরে তারা দেশের থেকে যত টাকা লুট করেছে তা গোছাতে ব্যস্ত। খালেদা জিয়ার ২ কোটি টাকার জন্য জেল হলে, এই সরকারের লুটপাটের জন্য কেয়ামত পর্যন্ত জেল হওয়া উচিত।

[৮] সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কথায় আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, আওয়ামী লীগের পিঁপড়ার মতো পাখা গজিয়েছে। মরবার জন্যই আওয়ামী লীগের পাখা গজিয়েছে। এ জন্য শেষ সময়ে এসে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। 

[৯] তিনি বলেন, জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ার করে দিয়েছে, তুমি বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর এ রকম হামলা করতে পার না। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভারতও বিবৃতি দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। আগে কী বলেছে সেটা বাদ, এখন কী চায় সেটা দেখেন। চীনও বলেছে নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে।

[১০] প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া